• ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৭ হিজরি

সমাজকর্মী রোটারিয়ান ইকবাল হোসেনের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ২৩, ২০২০
সমাজকর্মী রোটারিয়ান ইকবাল হোসেনের ঈদ শুভেচ্ছা

বিশ্ব যখন অতিক্রম করছে করোনা নামক মহামারীর ক্রান্তিকাল, ঠিক সেই সময়ে এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আসন্ন।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সকল মানুষ তথা বাংলাদেশের বিশেষ করে দোয়ারা বাজার উপজেলা ও দোহালিয়া ইউনিয়ন বাসী,সকল প্রবাসী,রোটারিয়ান বৃন্দ, সহকর্মীবৃন্দ, ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজ এর সম্মানিত সদস্য ও স্বেচ্ছাসেবী বৃন্দ, বন্ধু মহল, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী বৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রোটারী ক্লাব অব জালালাবাদের সদস্য,রোটারি ডিস্ট্রিক্ট- ৩২৮২ স্পোর্টস কমিটির কো-চেয়ার, বঙ্গবন্ধু একাডেমী সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক,দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদ সিলেট এর সহ সভাপতি সমাজসেবী ও তারুণ্যের প্রতীক, সমাজকর্মী রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন MBA PHF ।

বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ সমৃদ্ধি ও আনন্দের বার্তা। করুণা বিপর্যয়ে বিপর্যস্ত মানুষ ও ঘূর্ণিঝড় আম্পানে বিধ্বস্ত মানুষের পাশে আমরা সবাই একসাথে দাঁড়িয়ে মানুষের সেবা করার আহবান জানাচ্ছি। আসুন এবারের ঈদে জৌলুসতা কমিয়ে, উৎসব কমিয়ে, নতুন কাপড়-চোপড়ের কেনাকাটা কমিয়ে সেই টাকা দিয়ে খাবার কিনে করোনা ও ঘুর্নিঝড় আম্পানে বিপর্যস্ত মানুষের পাশে দাড়াই। মানুষের জন্য কাজ করি,মানবতার জন্য কাজ করি। (বিজ্ঞাপন)