• ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আজমিরীগজ্ঞ উপজেলাবাসীকে খালেদুর রশীদ ঝলকের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ২৪, ২০২০
আজমিরীগজ্ঞ উপজেলাবাসীকে খালেদুর রশীদ ঝলকের ঈদ শুভেচ্ছা

করোনা সারা বিশ্বের মানুষের আনন্দনে ম্লান করে রেখেছে। চারদিকে শুধু লাশের মিছিল, বাড়ছে আক্রান্ত। এই মুহুর্তে পবিত্র ঈদুল ফিতর এসেছে। করোনা নিপাত যাক, মানবতা বেঁচে থাক। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর চলে যাক মহামারি। এই কামনায় পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আজমিরীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খালেদুর রশীদ ঝলক।

আজ রোববার (২৪ মে) এক বার্তায় বলেন, এবার এক অবর্ণনীয় পরিস্থিতির মধ্য দিয়ে পবিত্র সিয়াম পালন করেছে। ঈদে অনেকের ঘরেই থাকছে না ঈদ উৎসবের আমেজ। কারণ, মরণঘাতী করোনা ভাইরাসের হানায় পুরো দেশের মানুষ আজ অসহায়।
করোনা ভাইরাস মোকাবেলায় সাহসিকতার সঙ্গে সামনের থেকে নেতৃত্ব দেয়ায় আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ্যকর্মীদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের এই সাহস ও ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে উপজেলাবাসী।

বিএনপি নেতা খালেদুর রশীদ ঝলক এক বার্তায়- আজমিরীগঞ্জ উপজেলাবাসী-সহ সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক জানান। সেই সাথে সকলের অব্যাহত সুখ,শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমান উম্মাহর জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসুক ঈদ-উল-ফিতর।