• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এপেক্স জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমান শাহেদের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত মে ২৪, ২০২০
এপেক্স জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমান শাহেদের ঈদ শুভেচ্ছা

করোনা সারা বিশ্বের মানুষের আনন্দকে ম্লান করে রেখেছে। চারদিকে শুধু লাশের মিছিল, বাড়ছে আক্রান্ত। এই মুহুর্তে পবিত্র ঈদুল ফিতর এসেছে। করোনা নিপাত যাক, মানবতা বেঁচে থাক। ঈদ বয়ে আনুক অনাবিল শান্তি আর চলে যাক মহামারি। এই কামনায় সিলেটবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন এপেক্স জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমান শাহেদ।

আজ রোববার (২৪ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এবারের ঈদ পুরোপুরি ভিন্ন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদের জামাত আদায় করতে হবে। নির্দেশনা অনুযায়ী- নামাজ শেষে কারো সাথে কোলাকুলি বা হাত মেলানো যাবে না। এসব থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর বিশ্ব মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। এ উৎসবে সকল ভেদাভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহা মিলন ঘটায় ও সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী গরীব, উচু নিচু, নির্বিশেষে সব মানুষকে এক কাতারে দাঁড় করায়। হানাহানি, হিংসা বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে শান্তি ও সম্পৃতির চেতনা দান করে। এই পবিত্র দিনে আনন্দ উৎসবে ভরে উঠুক সকলের মনপ্রান।