• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগ ক্যাডারদের হাতে সুজানগর ইউপি যুবদলের সেক্রেটারি আহত

admin
প্রকাশিত জুন ১৭, ২০২০
আওয়ামী লীগ ক্যাডারদের হাতে সুজানগর ইউপি যুবদলের সেক্রেটারি আহত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন সুজানগর ইউনিয়ন যুবদলের সেক্রেটারি খালেদ আহমদকে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা নির্যাতন করে আহত করার খবর পাওয়া গেছে। ঘটনাটি গত মঙ্গলবার (১৬ জুন) ৪:২০ ঘটিকার সময় পাটনা গ্রামের বড় মসজিদের সামনে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন খালেদ আহমদ দলীয় কার্যক্রম শেষ করে বাড়িতে ফেরার পথে রাস্তায় আওয়ামী লীগের কয়েকজন তার গতিরোধ করে এবং তাকে শারীরিকভাবে নির্যাতন করে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খালেদ আহমদ পাটনা গ্রামের সাহান উদ্দিন এর ছেলে।

ঘটনার বিষয়ে খালেদ আহমদের পিতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলে বিএনপির রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার ছেলের উপর এ হামলা করা হয়েছে। ঘটনার বিষয়ে তিনি পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ তার কথায় গুরুত্ব দেয়নি। বর্তমানে খালেদ আহমদ ইবনে সিনা হাসপাতল, সিলেট এ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাম হাতে ও পিঠে দাঁড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।

অপরদিকে এ ঘটনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে তার সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তিনি অভিযোগ নিতে পারেননি। সুষ্ঠু প্রমাণ পেলে তিনি পদক্ষেপ নিবেন।