ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা::
ফেঞ্চুগঞ্জ বাজারের জালালাবাদ ষ্টোর এর পরিচালক মোঃ মাহফুজুর রহমান ও রসমেলা ফুডস এর পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান মারজান এর বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
আজ শনিবার বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় হামলাকারী সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায় ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। সন্ত্রাসী হামলায় গুরুতর ভাবে আহত হন মোঃ মোস্তাফিজুর রহমান মারজান এর মা আয়শা খাতুন ও তার স্ত্রী নূর জাহান বেগম।
তাদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার খবরশুনে আমাদের সংবাদকর্মী হাসপাতালে গিয়ে মাহফুজুর রহমান ও মোস্তাফিজুর রহমান মারজান এর বোনের কাছে হামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন, এই সন্ত্রাসী হামলা পূর্ব পরিকল্পিত। এই হামলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম এর নির্দেশেই হয়েছে, হামলাকারীরা নুরুল ইসলাম এর সন্ত্রাসী বাহিনী। আওয়ামীলীগ সন্ত্রাসীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার এক ভাই মো. মাহফুজুর রহমান মিথ্যা মামলায় কারাগারে আরেক ভাই মো. মোস্তাফিজুর রহমান মারজান ষড়যন্ত্রমুলক ভাবে একাধিক মিথ্যা মামলার আসামী হয়ে দেশ পলাতক আছে।
তিনি আরো বলেন, গোটা বিশ্ব আজ করোনা ভাইরাস মহামারীতে মৃত্যুর সাথে লড়াই করতেছে এই পরিস্থিতিতে এমন হামলা মানবতা বিরোধী। আমরা আওয়ামীলীগ সন্ত্রাসীদের ভয়ে প্রতিনিয়ত আতংকের মধ্যে থাকি।