• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

শাবির ল্যাবে ১২ জনের করোনা শনাক্ত

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২০
শাবির ল্যাবে ১২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্ট:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।

আজ ১১ জুলাই, শনিবার শাবির ল্যাবে মোট ৫২ জনের নমুনা পরীক্ষায় এই ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ ৫২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলেও জানান তিনি।