• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথ থানার লালাবাজারে যুবকের উপর অতর্কিত হামলা

admin
প্রকাশিত জুলাই ২৭, ২০২০

বিশ্বনাথ প্রতিনিধি: গত ২৬ জুলাই সিলেট জেলার বিশ্বনাথ থানাদিন লালাবাজারে এক যুবককে গাড়ি থেকে নামিয়ে দুর্বৃত্তরা হামরা করেছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক তার নিজ বাড়ি জগন্নাথপুর হইতে সিলেটে আসার পথে এ ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা তাকে চাকু দিয়ে তার পিঠে ও পায়ে আঘাত করে। পরবর্তীতে পথচারীরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। আহত যুবকের নাম শামীম আলী। তিনি জগন্নাথপুর উপজেলার পূর্ব কাতিয়া গ্রামের সমুজ আলীর ছেলে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে এই হামলা করা হয়েছে।