মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা লন্ডন আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহিম শামীম তাঁর ঈদের শুভেচ্ছা জানান ,বছর ঘুরে আবারও এলো পবিত্র ঈদুল আযহা বা কোরবানীর ঈদ। এটি মুসলমানদের অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। ধনী,গরীবের ভেদাবেদ দূর করতে ধনীরা তাদের সম্পদ থেকে পশু কুরবানীর মাধ্যমে গরীবদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এবং মনের পশুত্বকে বিসর্জন দেয়াই হচ্ছে ঈদ– উল-আযহার প্রকৃত শিক্ষা। তাই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদ মানে হাসি–খুশি,ঈদ মানে আনন্দ-উল্লাস, ঈদ মানে ধনী গরীবের একাকার মেলামেশা। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদুল আযহা হবে একটু ভিন্ন আঙ্গিকে।
সরকারের নির্দেশনা অনুসারে কোলাকুলি,হাত মেলানো ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের জামাত না পড়ে নিজ নিজ মসজিদে ঈদের জামাত আদায় করি। সেই সাথে পবিত্র ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক,দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল অমানিশা।
ঈদ শুভ বার্তা নিয়ে সবার জীবনে আসুক, ছড়িয়ে দিক রহমতের আলো বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।এ প্রত্যাশায় দেশে –বিদেশে অবস্থানরত সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
বি.০১৩