• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজমিরীগঞ্জবাসীকে বিএনপি নেতা খালেদুর রশীদ ঝলকের ঈদ শুভেচ্ছা

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২০
আজমিরীগঞ্জবাসীকে বিএনপি নেতা খালেদুর রশীদ ঝলকের ঈদ শুভেচ্ছা

সিলেট:: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজমিরীগজ্ঞবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও আজমিরীগঞ্জ পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা খালেদুর রশীদ ঝলক।

এক বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমান্বিত নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। এই ত্যাগের চেতনাকেই উজ্জীবিত হয়ে সকল ভেদাভেদ ভুলে পরস্পরের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহাদ্রের বন্ধনকে আরো অটুল করুন সেই প্রার্থনা করছি।
খালেদুর রশীদ ঝলক বলেন, করোনার ভয়াল থাবায় আজ বিশ্ব স্তব্ধ। এই স্তব্ধতা এবং অন্ধকার কাটিয়ে ঈদুল আযহা আমাদের মাঝে বয়ে আনবে অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি।

বিএনপি নেতা খালেদুর রশীদ ঝলক সবাইকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আজহার শুভেচ্ছা।

বি.০১৯