• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে সফর, ১৪৪৭ হিজরি

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্জ্ব নুরুল আম্বিয়া

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২০
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্জ্ব নুরুল আম্বিয়া

ডেস্ক রিপোর্ট ::
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মীরগঞ্জসহ গোলাপগঞ্জের জনগণ ও দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মীরগঞ্জ সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আলহাজ্জ্ব নুরুল আম্বিয়া।

সমাজসেবী আলহাজ্জ্ব নুরুল আম্বিয়া বলেন, ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আত্মোৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা। কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে উৎসর্গ করা। আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ব্রত হওয়াই কোরবানির মর্মবাণী। তাই পশু কোরবানির পাশাপাশি মনের পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্রত হওয়াই আমাদের কর্তব্য।

তিনি আরও বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

তিনি বলেন, করোনাকালীন কঠিন সময় পেরিয়ে আমারা অচিরেই স্বাভাবিক জীবনে ফিরে আসব ইনশাআল্লাহ।