আন্তর্জাতিক ডেস্ক ::
করোনা ভাইরাস মহামারির অবনতিশীল পরিস্থিতির উল্লেখ করে এক বছরের জন্য স্থগিত করা হয়েছে হংকংয়ের নির্বাচন। আগামী সেপ্টেম্বরে সেখানে লেজিসলেটিভ কাউন্সিলের (লেজিকো) নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচনকে এক বছর পিছিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। এমন ঘোষণাকে গণতন্ত্রপন্থি বিরোধী দলগুলোর জন্য পশ্চাৎপদতা হিসেবে দেখা হচ্ছে।
কারণ, হংকংয়ে চীনের চাপিয়ে দেয়া নিরাপত্তা আইনকে কেন্দ্র করে যে অসন্তোষ দেখা দিয়েছে, তার ফল ঘরে তোলার আশা করেছিল বিরোধীরা। তারা মনে করেছিল, এই অসন্তোষের কারণে জনগণ তাদেরকে ভোট দেবে। বিশ্লেষকরা বলছেন, সেটা বুঝতে পেরে ক্যারি লাম আকস্মিকভাবে শুক্রবার নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন। এ জন্য তিনি বেছে নিয়েছেন করোনা ভাইরাস ইস্যুকে।
বলেছেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচন হবে আগামী বছর ৫ই সেপ্টেম্বর। এর আগে বৃহস্পতিবার বিরোধী দলীয় ১২ জন সদস্যকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302