• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় আ.লীগের পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
কেন্দ্রীয় আ.লীগের পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন

একুশে নিউজ:: জাতীয় শোক দিবসে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এম.পি এর তত্বাবধানে, মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও পীরগঞ্জের এমপি ড: শিরিন শারমীন চৌধুরির নির্দেশনায় বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দির সমন্বয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ উপকমিটি কর্তৃক কোভিড-১৯ মোকাবেলায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধে অক্সিজেন কনসেন্ট্রেট্রর মেশিন সহ ১০ আইটেমের বিভিন্ন সরঞ্জামাদি বিতরন করা হয়।

আজ শনিবার বিতরণকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙা, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, কেন্দ্রীয় আওয়ামীলীগ এর ত্রান ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুম, বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম রুবেল, শহিদুল ইসলাম পিন্টু, স্পিকার এর সহকারী একান্ত সচিব রাকিবুল ইসলাম নয়ন, সাবেক ছাত্রনেতা হাফিজ নুর সোহেল সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।

এসময় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেটের কাছে একটি অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন সহ করোনা প্রতিরোধ সামগ্রীগুলো হস্তান্তর করা হয় ।