একুশে নেট ডেস্ক:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলার ৩নং মীরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও শিরনি বিতরন করা হয়।
মিরপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল হকের সভাপতিত্বে ও ইউপি সচিব সুধন চন্দ্র সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।
ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব, ২নং ওয়ার্ডের সদস্য মো. মাহবুব হোসেন, ১নং ওয়ার্ডের সদস্য মো. খলিল উদ্দিন, ৫নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুশ শহীদ, ৮নং ওয়ার্ডের সদস্য মো. মোস্তাক আহমদ, সংরক্ষিত মহিলা সদস্যা মোছাঃ হাসনা হেনা, মোছাঃ ফুল বেগম, মোছাঃ নাজমিন আক্তার প্রমুখ।
মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগষ্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, ‘বঙ্গবন্ধু একজন অবিসংবাদিত নেতা। তাঁর মৃত্যু নেই, তিনি অমর। তিনি সূর্যের মতোই দীপ্তমান। দেশ স্বাধীনের পর বাঙ্গালিরা যেকোন দেশের ইমিগ্রেশনে যাওয়ার পর জিজ্ঞাসা করতো- হুইচ কান্ট্রি ইউ কাম ফ্রম? মানে আপনি কোন দেশ থেকে এসেছেন। তখন বাঙ্গালিরা বলতো- আই অ্যাম কাম ফ্রম শেখ মুজিব কান্ট্রি। মানে আমি শেখ মুজিবের দেশ থেকে এসেছি। তাই বঙ্গবন্ধুর আরেক নাম বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁর কন্যা দেশরত্ন সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজকে উন্নয়নে বিশ্বের রোল মডেল।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302