• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে কামরান বিহীন প্রথম শোক দিবস পালন

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
সিলেটে কামরান বিহীন প্রথম শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: বদর উদ্দিন আহমদ কামরান সিলেট আওয়ামী লীগের অপরিহার্য নেতা। আজ তিনি কেবলই স্মৃতি । অতীতের প্রতিটি জাতীয় শোক দিবসে এই থাকতেন মঞ্চে কিংবা পুষ্পস্তবক অর্পনের সামনে । আজ তিনি দুনিয়াতে নেই ।

 

মহামারী করোনা করোনা কেড়ে নিয়েছে সাবেক জন নন্দিত মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে । নেতাকর্মীরা জানান, শোক দিবসে সবই আছে, পুষ্পস্তবক, নেতাকর্মীদের ভিড়, স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে এলাকা কিন্তু কোথাও নেই তারা । সর্বত্র কামরান এর অনুপস্থিতি অনুভব করেছেন নেতাকর্মীরা । বিশেষ করে সাবেক মেয়র কামরানের হঠাত এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না নেতাকর্মীরা । কামরানের অনুপস্থিতিতে আবেগ আপ্লুত অসংখ্য নেতাকর্মীরা।

 

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আলী হোসেন আলম বলেন, বদর উদ্দিন কামরান শোক দিবসে উপস্থিত নেই তা আমরা ভাবতেও পারছিনা । কিন্ত নির্মম বাস্তবতা মেনে নিতে হচ্ছে। আগষ্ট আসলেই কামরান ভাইয়ের আলাদা প্রস্ততি থাকতো । সবার আগে কালো পাঞ্জাবি পরিহিত কামরান ভাই থাকতেন, জোহরের পর হতো কাঙ্গালি ভোজ । আজ প্রতিটি কর্মসূচিতে আমরা তাকে খুব মিস করছি । আপ্লুত আলী হোসেন আলম বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ মরহুম বদর উদ্দিন কামরানের আত্মার মাগফিরাত কামনা করেন ।

 

জানতে চাইলে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, কামরান ভাই ছাড়া এটাই আমরা প্রথম জাতীয় শোক দিবস পালন করলাম । কামরান ভাইয়ের অনুপস্থিতি অনুভব করছি । কিন্ত শত কষ্ট হলেও বাস্তবতা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে । আজ সারাদিন ব্যাপী আমাদের কর্মসূচী চলছে । আমরা দোয়া করি আমাদের সকল মরহুম নেতাদের আল্লাহ জান্নাতবাসী করুন ।