• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

admin
প্রকাশিত আগস্ট ১৫, ২০২০
সিলেটে শোক আর শ্রদ্ধায় জাতির পিতাকে স্মরণ

নিজস্ব প্রতিবেদক:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আজ শনিবার (১৫ আগষ্ট) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনগুলো।

 

সকাল থেকে জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জড়ো হন নেতৃবৃন্দ। শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করার প্রয়াসে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

 

শুরুতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনিক নেতৃবৃন্দ। পরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

 

এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর‌্যালি বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

দিবসটি উপলক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভার্চুয়াল আলোচনা সভা বিকাল সাড়ে ৩টায় ও রাত ৮টায় জেলা যুবলীগের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।