• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২০
বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন

একুশে নিউজ:: রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য, ৩নং অলংকারী ইউনিয়নের ফরহাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর দাফন সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১৬ আগষ্ট) বাদ যোহর ফরহাদপুর জামে মসজিদে প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা এসিল্যান্ড কামরুজ্জামান, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্র্জ শামীম মুসা, বিশ্বনাথ উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের কামান্ডার বীর মুক্তিযুদ্ধা মো. ওয়াহিদ আলী, সাবেক কামান্ডার তৈয়ব আলী, সাবেক ডিপুটি কামান্ডার আজিজুর রহমান, বীর মুক্তিযুদ্ধ আছরম মিয়া, বীর মুক্তিযুদ্ধা মরতুজ আলী, ৩নং অলংকারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শায়েকুর রহমান শায়েক, সাংবাদিক মো. আজমল আলী, সাংবাদিক রেজা রুবেল প্রমুখ।

উলে­খ্য; বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী শনিবার (১৫ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৬ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।