• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

শফিউল বারী বাবু’র মাগফেরাত কামনায় সিলেটে শোকসভা ও দোয়া

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০
শফিউল বারী বাবু’র মাগফেরাত কামনায় সিলেটে শোকসভা ও দোয়া

একুশে নিউজ:: সিলেটে দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম সফিউল বারী বাবু’র রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুল রহমান, সাধারন সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলীসহ সকল নেতৃবৃন্দের সুস্থতা ও দীর্ঘায়ূ জীবন কামনায় দোয়া মাহফিল রবিবার (১৬ আগস্ট) সিলেট নগরীর একটি অভিজাত হলে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আজমল হোসেন রায়হান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মওদুদুল হক মওদুদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রিনুক আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিফতাউর কবির মিফতা ও জয়নাল আহমদ, মহানগর স্বেচছাসেবক দল নেতা আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রশিদ সুহেল, সিদ্দেক আলি, আবুল কালাম, জেলা স্বেচছাসেবক দলনেতা সাজেদুল করিম সাহিন, নাহিদ হুসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ।

 

দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা দেওয়ান নিজাম খানের সভাপতিত্বে ও আব্দুল­া মোহাম্মদ আদিলের পরিচালনায় বক্তারা বলেন, শফিউল বারী বাবু অসময়ে চলে যাওয়ায় দলের অপুরনীয় ক্ষতি হয়ে গেল।গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী সংগ্রাম থেকে বর্তমান ফ্যাসিস্ট একনায়কতান্ত্রীক সরকারের বিরুদ্ধে তিনি নিষ্ঠার সহিত আন্দোলন চালিয়ে গেছেন। দল আজ তাকে কৃতজ্ঞতার সহিত স্মরন করছে।

বক্তারা মরহুম শফিউল বারী বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সভায় সাম্প্রতিক কালে করোনা মহামারিতে যে সকল নেতা কর্মীরা মৃত্যু বরন করেছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভায় মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুল হোসেন আজিজের মাতা ও ২০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হাদ বক্স রাক্কুর সুস্হতা কামনা করা হয়। শোক সভা শেষে সকলের দীর্ঘায়ূ কামনা করে এক মোনাজাত অনুষ্টিত হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা লাহীন চৌধুরী, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সুমন, যুগ্ম আহ্বায়ক শায়েস্তা রহমান সানি, জেলা নেতা রাসেল আহমদ, মো: মুমিনুর রহমান জনি, আলী হুসেন, আলাল আহমদ, বদরুল ইসলাম, সাহেদ আহমদ, জাকির হুসেন, রাসেল আহমদ, সাঈদ আহমদ, তাজুল ইসলাম, জুবেল আহমদ, গিয়াস আহমদ ইমন, আশরাফুল মুহিনুর রহমান, শাহিন ইয়ামিন, এহসান জুনেদ আহমদ, কাওসার প্রমুখ।
শোক সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাজু আহমদ।