• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

নিসচা সিলেট জেলার সাবেক সভাপতি নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২০
নিসচা সিলেট জেলার সাবেক সভাপতি নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক

একুশে নিউজ:: নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলার সাবেক সভাপতি নজরুল ইসলাম এর মাতা আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকাল ৫টায় সিলেট নগরীর উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল­াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার নামাজে জানাজা রাত ১০টায় শাহজালাল মসজিদ পাঙ্গনে অনুষ্ঠিত হবে।

নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, যুব সংগঠক শাহ মো. লোকমান আলী।

নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।