• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

সুবিদবাজারে সংখ্যালঘু পরিবারকে বাড়ি ছাড়তে ৩ দিনের আলটিমেটাম: থানায় জিডি

admin
প্রকাশিত আগস্ট ১৮, ২০২০
সুবিদবাজারে সংখ্যালঘু পরিবারকে বাড়ি ছাড়তে ৩ দিনের আলটিমেটাম: থানায় জিডি

একুশে নিউজ:: সিলেট নগরীর সুবিদবাজার নুরানী বনকলাপাড়া এলাকায় এক সংখ্যালঘু পরিবারকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ৩ দিনের মধ্যে বাড়ি ছেড়ে না গেলে তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়েছে ওই মহল।

এ ঘটনায় ভুক্তভোগী পান্না লাল চৌধুরী (৪৫) এসএমপির এয়ারপোর্ট থানায় জানমালের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং- ৫৯৫ (১৮/০৮/২০২০)। তিনি নুরানী বনকলাপাড়ার ১২৭/১ এ নং বাসার স্বর্গীয় কামদা রঞ্জন চৌধুরীর পুত্র।

ডায়রী সূত্রে জানা যায়, জন্মলগ্ন থেকে দীর্ঘ ৪০ বছর যাবত তিনি ওই বাসায় বাস করে আসছেন। তাদের বাড়ির পাশের রাস্তাটি সরু হওয়ায় যাতায়াতের সমস্যা হয়। এ সমস্যা দূরীকরণে তিনি পাশের বাসা ১২৮/২ এর বাসিন্দা মোবারক আলী (৪৫) কে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। যাতে সবাই অনায়াসে যাতায়াত করতে পারে। কিন্তু মোবারক আলী রাস্তার জন্য সামান্য জায়গা না দিয়ে উল্টো পান্না লাল চৌধুরীকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) সকাল ১০টায় মোবারক আলীর নির্দেশে সৌরভ সোহেল, মাহফুজুল হক বেলাল, মনির আহমদ হৃদয় সহ অজ্ঞাত আরো ৭/৮ জন মিলে পান্না লাল চৌধুরীর বাসার সামনে এসে গালিগালাজ করতে থাকে। তখন ৩ দিনের মধ্যে তাদেরকে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। অন্যথায় তাদেরকে প্রাণে মেরে ফেলবে।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছেন পান্না লাল চৌধুরী।