• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২০
জকিগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

একুশে নিউজ:: সিলেটে জকিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মহরম আলী এর নেতৃত্বে পুলিশ গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের মইয়াখালী গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বুলবুল আহমদ মাছুম (৩২) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাছুম জকিগঞ্জ থানাধীন কোনারগাও গ্রামের মৃত শোয়েব উদ্দিনের ছেলে।

এসময় তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই মহরম আলী বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিলেট জেলাকে মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থেকে ইয়াবা সহ একজন কে গ্রেফতার করা হয়েছে।