নিজস্ব প্রতিবেদক : সিলেটের শিবগঞ্জে আব্দুর রহমান নামের এক জন লোক নিহত হওয়ার খবর পাওয়া যায়। জানা যায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে স্থানীয় আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদ গ্রুপের নেতাকর্মীরা শিবগঞ্জ পয়েন্টে সমবেত হতে থাকেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তার কিছু সময় পরে রঞ্জিত গ্রুপের নেতাকর্মীরা এসে স্লোগান বন্দ করে এখান থেকে চলে যাওয়ার কথা বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অনেকেই আহত হয়।
গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। কিছু সময় পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যায়। তার বড় ভাই আব্দুল জব্বাবের সাথে কথা বললে তিনি জানান যে আমার ভাই সকালে বাসা থেকে বেরিয়ে যায় । দুপুরের দিকে তার এক সহপাঠী আমাকে ফোনে তার আহত হওয়ার খবর দেয়। সাথে সাথে আমি মেডিকেলে চলে যাই। তার কিছুক্ষন পর আমার ভাই মারা যায়। লিটন আহমেদকে প্রধান আসামী করে ১৩ জনের নাম উল্লেখ পূর্বক হত্যা মামলা দায়ের করেছি আমি আমার ভাই হত্যার বিচার চাই।
আওয়ামীলীগ নেতা আজাদুর রহমান আজাদের সাথে কথা বললে তিনি জানান যে আমার কর্মীরা মিছিল করার৷ জন্য শিবগঞ্জ পয়েন্টে সমবেত হয় সেখানে রঞ্জিত গ্রুপের নেতাকর্মীতা এসে এলোপাতাড়ি মারপিট করতে থাকে আমার অনেক কর্মী আহত হয় এবং চিকিৎসা রত অবস্থায় আব্দুর রহমান মারা যায়। আমি এই হত্যা কান্ডের সঠিক বিচারের বাদি জানাচ্ছি।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আসামিদের কে গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302