স্পোর্টস ডেস্ক :: স্পেন জাতীয় দলে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন দলের ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল।
ফলে উয়েফা ন্যাশনস লিগে জার্মানি ও ইউক্রেনের বিপক্ষে লা রোহাদের ম্যাচে খেলা হচ্ছে না রিয়াল সোসিয়েদাদ অধিনায়কের।
স্পেনের লা লিগার ক্লাবগুলো প্রতিটি ফুটবলারকে বাধ্যতামূলক করোনার পিসিআর টেস্ট করানো হয়। আর সেখানেই পজিটিভ হন ওইয়ারসাবাল।
মাদ্রিদে লুইস এনরিকের দলে তাই যোগ দেওয়া হচ্ছে না ২৩ বছর বয়সী এই তারকার। যেখানে আগামী ১৪ দিন তাকে নিজ ঘরে আইসোলেশনে থাকতে হবে। এর ফলে ২০২০-২১ মৌসুমের শুরুটায় থাকা হচ্ছে না তার।
এদিকে ওইয়ারসাবালের পরিবর্তে স্পেন দলে ভিয়ারিয়াল ফরোয়ার্ড জেরার্দ মোরেনোকে ডেকেছেন এনরিকে। মোরেনো ২০১৯-২০ মৌসুমে লা লিগায় স্প্যানিশ হিসেবে সর্বোচ্চ গোল করেছেন (১৮)।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302