• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

ছাত্রনেতা সাকি গ্রেপ্তার: জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২০
ছাত্রনেতা সাকি গ্রেপ্তার: জেলা ও মহানগর ছাত্রদলের নিন্দা

একুশে নিউজ ডেস্ক::  সিলেট জেলা ছাত্রদলের  সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকিকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) এক নিন্দা বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ অবিলম্বে আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকির মুক্তির দাবি জানান।