• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

দৌলতপুর মাদ্রাসার মুহতামিমের শয্যাপাশে সিলেট জেলা খেলাফত মজলিস নেতৃবৃন্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২০
দৌলতপুর মাদ্রাসার মুহতামিমের শয্যাপাশে সিলেট জেলা খেলাফত মজলিস নেতৃবৃন্দ

একুশে নিউজ ডেস্ক:: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ মাহবুবুল হকের পিতা সুনামগঞ্জের দিরাই উপজেলার দৌলতপুর নোয়াপাড়া দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, (অব.প্রা.) শিক্ষক অসুস্থ মৌলভী মুজ্জাম্মিল আলীকে দেখতে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাঁর বাড়িতে যান বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

এসময় তাঁরা হুজুরের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মুফতী সৈয়দ নাছির উদ্দিন আহমদ।

উলে­খ্য, প্র্রবীন আলেম মৌ.মুজ্জাম্মিল আলী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে বিছানায় শয্যাশায়ী রয়েছেন। তাঁর বড় ছেলে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল হক পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।