• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

১৭নং ওয়ার্ডে বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ও ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২০
১৭নং ওয়ার্ডে বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ও ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান

একুশে নিউজ:: সিলেট নগরীর ১৭নং ওয়ার্ডে বয়ষ্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ও ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান করা হয়েছে। গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ভাতা প্রদান করা হয়।

মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফয়জুল আনোয়ার আলাওর এর সভাপতিত্বে ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারী মখলিছুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ কামাল আহমদ কামরান, সাবেক সভাপতি সামসুল হক সমছু, ১৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল মতিন।

সার্বিক সহযোগীতায় ছিলেন ১৭নং ওয়ার্ড সচিব মো. রুবেল আহমদ। এছাড়াও সমাজকল্যাণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক এশিয়ার কর্মকর্তা-কর্মচারী, এলাকার মুরব্বী, তরুণ সমাজ ও কাজীটুলা ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।