• ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা শাবান, ১৪৪৬ হিজরি

শাহ আরফিন টিলার পাথর চুরদের আতংক এএসআই আমীর খসরু

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২০
শাহ আরফিন টিলার পাথর চুরদের আতংক এএসআই আমীর খসরু

কোম্পানীগঞ্জ সংবাদদাতা::
সিলেটের কোম্পানীগঞ্জ থানার এএসআই আমীর খসরু তালুকদারকে নিয়ে উপজেলার শাহ আরফিন টিলার পাথর চুরেরা বেশ বিপাকে পরেছে। পাথর চুরেরা ফাঁকি দিয়ে পাথর নিয়ে যেতে চাইলেই বাধা হয়ে দাঁড়ান এএসআই আমীর খসরু।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে শাহ আরফিন বাজারের প্রথম গলি দিয়ে হঠাৎ করে ৫/৬ টি পাথরবাহী ট্রাক্টর উচ্চগতিতে পালানোর সময় পথরোধ করে দাড়ান এএসআই আমীর খসরু তালুকদার। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে ড্রাইভাররা পালিয়ে যায়।

এএসআই আমীর খসরু তালুকদার বলেন, পাথর চুরেরা সুযোগের অপেক্ষায় থাকে।আমি হোটেলে পানি খেতে গেলে দেখি ৩ টি ড্রাইভার পাথর লোড করে গাড়ি উচ্চগতিতে পালানোর চেষ্টা করছে।পরবর্তিতে তাদের ধাওয়া করলে ড্রাইভাররা পালিয়ে যায় এবং ফেলে যাওয়া ট্রাক্টরের তেলের ট্যাংকিতে বালু ডুকিয়ে গাড়িটি অচল করে রাখা হয়।

ক্ষতিগ্রস্ত আলিম উদ্দিন নামে এক ড্রাইভার বলেন, পুলিশী তৎপরতা বৃদ্ধি পাওয়া এখন আর গাড়ি চালানো সম্ভব হয় না। এএসআই আমীর খসরুর ভয়ে তিনি আর ওই এলাকায় পাথর আনতে যান না বলেও জানান।