• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বিএনপি-যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: লন্ডন সিটি যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২০
বিএনপি-যুবদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: লন্ডন সিটি যুবদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

একুশে নিউজ:: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বিএনপি ও যুবদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লন্ডন সিটি যুবদলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে এই হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।

৯ সেপ্টেম্বর এক যুক্ত বিবৃতিতে লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ (আকমল), সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সম্পাদক জামাল আহমদ রবি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরান হাসান সহ প্রমুখ নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের মামলা-হামলা চালিয়ে স্তব্ধ করা যাবে না। জাতীয়তাবাদী সৈনিকদের যতই নির্যাতন আসুক না কেন, রাজপথের আন্দোলন থেকে আমরা একপাও পিছপা হব না। নেতৃবৃন্দ এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারে জোর দাবি জানান।

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শায়েস্থা মিয়া গত শুক্রবার বালাগঞ্জ থানায় বিএনপি ও যুবদল নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক ২৫০/৩০০ জন কে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

মামলা নং- (নং-০১/৪০ তারিখ ০৪/০৯/২০২০ইং) এতে বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ছাত্রদলসহ দেশের বাহিরে থাকা অবস্থায় বিএনপির অসংখ্য নিবেদিত জাতীয়তাবাদী পরিবারের কর্মীকেও মামলার আসামী করা হয়েছে যা অত্যন্ত ন্যাক্কার জনক।

নেতৃবৃন্দরা আরো বলেন, সমগ্র দেশ যখন চরম উদ্বেগ উৎকষ্ঠা অতিবাহিত করছে। ঠিক সেই মুহুর্তে প্রতিহিংসা মূলকভাবে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করার জন্য তথ্য প্রযুক্তি আইনে যে মামলা দায়ের করা হয় তা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এসকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরোও বলেন, দেশে মত প্রকাশের কোন স্বাধীনতা নেই। সত্য কথা বললেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে দলের নেতাকর্মী সাধারণ জনগনকে হয়রানি করা হচ্ছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবৈধ এই কালো আইন বাতিল করার জন্য দাবি জানানো হয়।

উল্লেখ্য গত শুক্রবার রাতে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শায়েস্থা মিয়া বালাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি ও অঙ্গ সংগঠনের যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারন সম্পাদক আসাদুজ্জামান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ রিমন, ইয়াছিন মিয়া, শাহীন আহমদ, আবুল কালাম, হোসাইন আহমদ জাহিদ, সুলেমান বেগ, আনছার আলী, ইমাম উদ্দিন, আমিনুর রহমান তুহেল, নুরুল ইসলাম নিহাদ, ইমন এহসান, শাহরিয়ার হুসাইন লিমন, মো শাহজাহান, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন, শাহরিয়ার আহমদ খালেদ, জুনেদ আহমদ, জাবুল আহমদ, নুরুল ইসলাম, আতিক আহমদ, মির্জা সুজন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০-৩০০ ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করার ঘটনায় বালাগঞ্জ উপজেলা রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় উঠে ক্ষোভ ও হতাশা দেখা দেয় বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে।