• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ পৌর জাসাসের সকল কার্যক্রম স্থগিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০
গোলাপগঞ্জ পৌর জাসাসের সকল কার্যক্রম স্থগিত

একুশে নিউজ:: গোলাপগঞ্জ পৌর জাসাসের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সাথে অব্যাহতি দেয়া হয়েছে পৌর জাসাসের সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমদকে।

জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

জানা যায়, গোলাপগঞ্জ পৌর জাসাসের সভাপতি অলিউর রহমান গোলাপগঞ্জ পৌর কৃষক দলের আহবায়ক ও পৌর জাসাসের সাধারন সম্পাদক ফয়েজ আহমদ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়কের দ্বায়িত্বে রয়েছেন। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত ‘এক ব্যাক্তি এক পদ’ নিয়মের পরিপন্থী।

তাই সিলেট জেলা জাসাসের আহবায়ক জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক জয়নাল আহমেদ রানুর অনুমতিক্রমে পৌর জাসাসের সভাপতি অলিউর রহমান ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদকে পৌর জাসাস থেকে অব্যাহতি এবং একই সাথে গোলাপগঞ্জ পৌর জাসাসের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।