একুশে নিউজ:: ১৯৭৫ এ জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সেই ভয়াল দুঃসময়ে ছাতক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খুরমা হাইস্কুল সহ আলোকিত খুরমার কিংবদন্তী, নিভৃতচারী বর্ষিয়ান রাজনীতিবিদ বাবু গোপেন্দ্র কুমার চৌধুরী (রুনু বাবু) পরলোক গমণ করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রবীণ এ রাজনীতিবিদের প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক, বর্তমান আওয়ামী লীগ নেতা বারীন্দ্র দাস।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা গেছেন। উনার ৪ মেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ১ মেয়ে অষ্ট্রেলিয়া বসবাস করছেন।
ছাতকের ঐতিহ্যবাহী খুরমা চৌধুরী বাড়ীতে জন্ম নেয়া এই বরেণ্য ব্যক্তি প্রথমদিকে শিক্ষকতায় যুক্ত ছিলেন। জনসেবায় তিনি সেই প্রাচীন সময়ে লোকাল বোর্ড এর মেম্বারও ছিলেন। সাদাসিধা জীবনের অধিকারী এই গুণীজন ছাতকে প্রথম দিকের আওয়ামী লীগ নেতাদের একজন। আওয়ামী লীগকে সংগঠিত করতে তাঁহার কষ্টার্জিত পয়সা কড়ি অকাতরে বিলিয়ে দিতেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তিনি নিবেদিত থেকেছেন চরম সংকটময় মুহুর্তে। তিনি কখনও আদর্শচ্যুত হন নাই। তাঁহার মত আদর্শবান রাজনীতিবিদ বর্তমান সমাজে বিরল। তিনি আপাদমস্তক সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ ছিলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302