• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের পরিচিতি সভা অনুষ্ঠিত

একুশে নিউজ:: নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌমুহনা বাজারের একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত আহবায়ক তানজীম আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফাহিম চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নবনির্বাচিত সদস্য রিয়াজ উদ্দিন।

সভাপতির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজীম আহমদ বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদলকে শক্তিশালী হতে হবে। তৃণমূল পর্যায়ে ছাত্রদল শক্তিশালী হলে গণআন্দোলনের ডাক দিয়ে সকল খুন-মামলা-হামলার জবাব দেওয়া সম্ভব হবে।

সদস্য সচিব ফাহিম চৌধুরী বলেন, দেশে এখন অরাজকতা বিরাজ করছে। গণতন্ত্র হরণ করে সরকার ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গ্রেপ্তার নির্যাতন চালিয়ে যাচ্ছে। যেকোন কিছুর বিনিময়ে এসব অত্যাচারের জবাব দিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাহান আহমদ, আব্দুর রহমান, আজিজুল হক স্বপন, জাকারিয়া শাহজাহান, সাকেল আহমদ সাকিল, জায়েদুল ইসলাম শিপু, ওলিউর রহমান, জয়নুল হোসেন রিফাত, আব্দুল ফাত্তাহ, আলি আহমদ, সুফিয়ান আহমদ, সাজু মিয়া ও মোঃ রেদওয়ান উদ্দিন, সদস্য দেলোয়ার হোসেন মুন্না, আশফাক আহমদ চৌধুরী, আহমেদ মনসুর, রিয়াজ উদ্দিন, মাহবুব হোসেন নাদিম, সুয়েদুর রহমান।