• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

অভিযোগের বোঝা নিয়েও বহাল তবিয়তে তাজপুরের ভারপ্রাপ্ত কাজী আহাদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২০
অভিযোগের বোঝা নিয়েও বহাল তবিয়তে তাজপুরের ভারপ্রাপ্ত কাজী আহাদ

একুশে নিউজ:: বাল্যবিবাহসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিয়মিত অফিসে না আসা, মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্বেও দায়িত্ব পালন, বেআইনী কার্যকলাপ করাসহ নানা অভিযোগ নিয়েও বহাল তবিয়তে রয়েছেন ওসমানীনগরের ৫নং গোয়ালাবাজার ও ৬নং তাজপুর ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার কাজী আব্দুল আহাদ।

তার এসব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার (১৩ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবরে অভিযোগ করেছেন তাজপুর ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জহুর শুকুর।

আবেদনের অনুলিপি সিলেট জেলা প্রশাসক, সিলেট জেলা রেজিষ্টার ও ওসমানীনগর সাব-রেজিষ্টার অফিসেও প্রেরণ করা হয়।

এর আগে গত ৩১ আগষ্ট তাজপুর ইউনিয়ন পরিষদের মাসিক সভায় রেজুলেশন করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর ইউএনও বরাবরে প্রেরণ করা হয়ে। শুরু হয়েছে তদন্তও।

অভিযোগ ও এলাকাবাসী সুত্র জানা গেছে, অবসরজনিত কারণে ওসমানীনগর উপজেলার ৫নং গোয়ালাবাজার ও ৬নং তাজপুর ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রার পদটি শুণ্য হয়ে পড়ে। এরপর থেকে গোয়ালাবাজারের পাশাপাশি তাজপুর ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন কাজী আব্দুল আহাদ। পরে উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও ওসমানীনগর উপজেলা সাব-রেজিস্টার বিধি-মোতাবেক ২০১৮ সালে ১০ অক্টোবর গোয়ালাবাজার ইউনিয়নের ও ২০১৯ সালের ২ জুলাই তাজপুর ইউনিয়নের নিকাহ্ ও তালাক রেজিস্ট্রারের শূণ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে দুই ইউনিয়নে প্রায় অর্ধশত প্রার্থী আবেদন করেন। বিধি মোতাবেক ৩০ কার্য দিবসের মধ্যে নিয়োগ প্রার্থীদের মধ্যে মনোনীত ৩ জনের প্যানেল করে সরকারের নিকট প্রেরণ করার কথা থাকলেও ১ বছর ১০ মাসেও তা করা হয়নি।

স¤প্রতি বিয়ানীবাজারের করনসি গ্রামে বাল্যবিবাহ দেওয়ার খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌছেন। বর ও কনে পক্ষকে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। এর আগে ৩১ মে সিলেট সিটি কর্পোরেশনের ভূয়া জন্মসনদ দেখিয়ে বাঙ্গলগাচি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ সম্পন্ন করেন কাজী আহাদ। এছাড়াও আব্দুল আহাদের বিরুদ্ধে কাশিপাড়ার জনৈকা লাভলীর বয়স বাড়িয়ে অতিরিক্ত টাকা গ্রহনসহ একাধিক অভিযোগ রয়েছে।

নানা অভিযোগ থাকা স্বত্তেও বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন কাজী আব্দুল আহাদ।

এসব অভিযোগের ব্যাপারে কথা বলতে কাজী আব্দুল আহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় দেয়ার সাথে সাথেই ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। এরপর কয়েকবার কল দিলেও রিসিভ করেননি।