• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হওয়ায় ফাহিম চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২০
গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হওয়ায় ফাহিম চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ

একুশে নিউজ:: গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ফাহিম চৌধুরী ।

আজ সোমবার এক শুভেচ্ছা বার্তায় ফাহিম চৌধুরী বলেন, এই অর্জন আমার একার নয়। এই অর্জন গোলাপগঞ্জ উপজেলাবাসির। নেতৃবৃন্দ আমাকে যে মর্যাদা দিয়েছেন আমার জীবন দিয়ে হলেও তা রক্ষা করতে চেষ্টা করবো।

পরিশেষে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

উক্ত কমিটিতে ফাহিম চৌধুরী কে উপজেলা শাখার সদস্য সচিব মনোনীত করা হয়।