• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

বিএনপি দেশকে পেছনের দিকে নিতে চায়: কাদের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২০
বিএনপি দেশকে পেছনের দিকে নিতে চায়: কাদের

একুশে নিউজ :: বিএনপি দেশকে সাম্প্রদায়িক ভাবধারায় পেছনের দিকে টেনে নিতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে মহামারি ও দুর্যোগ মোকাবিলায় সকলকে সর্বোচ্চ সচেতন ও সতর্ক থাকার আহবানও জানিয়েছেন তিনি। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল এ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জয় বাংলা টেলিমেডিসিন এ্যাপের উদ্বোধনের সময় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এই এ্যাপ বাংলাদেশের চিকিৎসা খাতে নুতন অধ্যায়ের সূচনা করবে বলে বিশ্বাস তার। দেশে দুই ধারার রাজনীতি চলছে-বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে সমর্থন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এই দুই ধারার একটি একাত্তরের চেতনায়, আরেকটি সাতচল্লিশের চেতনায় বিশ্বাসী।