• ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে ১২ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২০
সিলেটে ১২ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের কানাইঘাট থেকে ১২ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে র‌্যাব-৯ এর অভিযানিক দল উপজেলার দীঘিরপাড় থেকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত হলেন, কানাইঘাট থানার নকতিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হিবজুর রহমান এবং সুনারখেও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে ফয়ছল আহম্মেদ।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে ২৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ১২ লাখ টাকা। পরে তাদেরকে কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।