একুশে নিউজ ডেস্ক:: সিলেট বিভাগের ১ উপজেলা ও ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জানা যায়, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) এসব পদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিষয়টি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচনী তফসিল চিঠিতে সই করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৩ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ।
সিলেট বিভাগের মধ্যে কেবল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হবে। এছাড়া উপ নির্বাচনে বিভাগের ২১টি ইউনিয়ন পরিষদের শূন্য হওয়া চেয়ারম্যান বা সদস্য পদে ভোট অনুষ্ঠিত হবে।
ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে-সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন (১ নম্বর ওয়ার্ড সদস্য), বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য), বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরিপুর ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড সদস্য), গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের (চেয়ারম্যান), জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য), ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের (চেয়ারম্যান), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড সদস্য), দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য)।
মৌলভীবাজার জেলার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড সদস্য), জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের (৪ নম্বর ওয়ার্ড সদস্য), শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন (চেয়ারম্যান), মির্জাপুর ইউনিয়ন (চেয়ারম্যান ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য), কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড সদস্য), বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের (৩ নম্বর ওয়ার্ড সদস্য), দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য)।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের (সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড সদস্য), শাহজাহানপুর ইউনিয়নে (চেয়ারম্যান), বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের (সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ড সদস্য), পুকড়া ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য), লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড সদস্য) এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন (৬ নম্বর ওয়ার্ড সদস্য)।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302