একুশে নিউজ ডেস্ক:: জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার উন্নয়ন সম্ভব। এক্ষেত্রে প্রবাসী ও বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে৷ সকলের সহযোগীতা ছাড়া কোনোভাবেই শিক্ষার উন্নয়ন সম্ভব নয়।
সোমবার দুপুরে জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে লন্ডন প্রবাসী ফতেহপুর নিবাসী আলিমা জান্নাত চৌধুরী বুশরা তার পিতার স্মরণে অস্বচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ফারুক আহমদের সভাপতিত্বে ও মাস্টার সাদিকুর রহমান চৌধুরী ও পারভেজ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনজুরুল হামিদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, সাইফুর রহমান, জায়েদ আহমদ, আব্দুল হক লনি, লেইছুল হক দুলাল, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল করিম, সোহেল আহমদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়েদ আহমদ প্রমুখ।
পরে প্রধান অতিথি অস্বচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
উল্লেখ্য যে, অনুষ্ঠানে ২০০ জন ছাত্রছাত্রীর মধ্যে ১লক্ষ টাকা বিতরণ করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302