• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের অভিনন্দন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২০
কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমকে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের অভিনন্দন

একুশে নিউজ:: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জননন্দিত কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল । এর ফলে সিলেটে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম আরো সুসংসহত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জোতি এষ, সাধারন সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম বলেন, ফরহাদ চৌধুরীর শামীম একাধারে রাজপথের পরিক্ষীত সৈনিক ও বার বার নির্বাচিত জননন্দিত কাউন্সিলার। তাদের মতো ত্যাগী নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বৃহত্তর সিলেটে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম গতিশীল হওয়ার পাশাপাশি ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলে ঠাই পাবে।

যোগ্য নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।