• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রনেতা সুহেল ইবনে রাজার বাড়িতে পুলিশী তল্ল­াশী, বিএনপি ও ছাত্রদলের নিন্দা

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
ছাত্রনেতা সুহেল ইবনে রাজার বাড়িতে পুলিশী তল্ল­াশী, বিএনপি ও ছাত্রদলের নিন্দা

একুশে নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সুহেল ইবনে রাজার বাড়িতে পুলিশী তল­াশীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আজ রোববার (৪ অক্টোবর) বিকালে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার এক নিন্দা বার্তায় বলেন, বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতা আঁকড়ে ধরে রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবহার করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। বাসা-বাড়িতে তল­াশী চালিয়ে পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। সরকার দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যের দিকে ধাবিত করছে, যা শুভ লক্ষণ নয়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল ধরনের অন্যায় অপকর্ম থেকে সরকারকে সরে আসার জন্য আহ্বান জানান।

অপর এক বার্তায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন- সিলেট জেলা ছাত্রদলের আহ্বায়ক আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন নাদিম ।