একুশে নিউজ:: রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল ও রোটারি ক্লাব অব টরেন্টো ড্যানফোর্থের যৌথ উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বন্যাদুর্গত ১০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, মাস্ক এবং বৃক্ষের চারা বিতরণ করা হয়। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমির বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান বিকাশ কান্তি দাশের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আফছার উদ্দিন আহমেদ পিএইচএফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান পিএইচএফ।
বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি ড. শহীদুল ইসলাম এডভোকেট পিএইচএফ, রোটারিয়ান পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, রোটারিয়ান নেহাল মোহাম্মদ হাসনাইন, রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী, রোটারিয়ান ইমদাদ হোসাইন, রোটারিয়ান হোসেন আহমদ প্রমূখ।