একুশে নিউজ:: খাদিমনগর ইসলামী যুব পরিষদ ও খাদিম নগর ইসলামী তৌহিদী জনতার যৌথ উদ্যোগে সিলেট এম.সি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে ব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সিলেট শহরতলীর ধূপাগোল শহীদ মিনার পয়েন্টে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বাদ যোহর মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খাদিমনগর ইসলামী তৌহিদী জনতার সভাপতি জামেয়া আবু হুরায়রা আল ইসলামিয়া মহালদিক মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা ইয়াহইয়া খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান আল আমীন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন খাদিমনগর ইসলামী যুব পরিষদের সভাপতি নুর উদ্দিন সোহরাব।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানা সম্মিলিত সামাজিক ফোরামের সভাপতি সৈয়দ মসউদ রহমান মতিন, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক মো. নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, খাদিমনগর ইসলামী তৌহিদী জনতার সহ সভাপতি মাওলানা মোতাওয়াক্কিল বিল্লাহ জালাল,মাওলানা রিয়াজ উদ্দিন, মুফতি মাওলানা বদরুল ইসলাম,মাওলানা হাফিজ আব্দুল করিম,ছালিয়া সবুজ বাংলা যুব সংঘের সভাপতি মোঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক শিপলু আহমেদ শিপলু,সমাজকর্মী এনায়েত তৌহিদুর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খাদিম নগর ইসলামী যুব পরিষদের আব্দুল জব্বার রাজিব,তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ হেলাল আহমেদ রাজু, হাফিজ শামীম সাজ্জাদ, কামাল আহমদ,নাজিম উদদিন,কয়ছর আহমদ কাওছার,আব্দুল আহাদ,জাকির হোসেন, আলাল উদ্দিন, আব্দুর রব,রেজাউল করিম মাছুম,রিচয়,সাজু,সিহাব উদ্দিন সহ বিভিন্ন মাদ্রাসা, যুব ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302