• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

জেলা বারের সদস্যদের মধ্যে ইবনেসিনার কর্পোরেট হেলথ কার্ড ফরম বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
জেলা বারের সদস্যদের মধ্যে ইবনেসিনার কর্পোরেট হেলথ কার্ড ফরম বিতরণ

একুশে নিউজ:; সিলেট জেলা বার এসোসিয়েশনের সকল সদস্যদের মধ্যে ইবনে সিনা হাসপাতাল লি. এর কর্পোরেট হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।

দুইদিন ব্যাপী হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানের ২য় দিন বুধবার (৭ অক্টোবর) সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট জেলা বার এসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট মো. মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, যুগ্ম সম্পাদক এডভোকেট মো. হুমায়ূন রশীদ সোয়েব, এডভোকেট মাসুদুর রহমান খান মুন্না, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. আজমল হোসেন প্রমুখ।

এসময় ইবনেসিনা হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন, কর্পোরেট মার্কেটিং ইনচার্জ মোঃ শাহেদ আলী, কর্পোরেট মার্কেটিং অফিসার রাজিব আহমদ, দেলোয়ার হোসেন রনি, কর্পোরেট মার্কেটিং অফিসার নূর মোহাম্মদ সাগর প্রমুখ।