• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে তারুণ্যের আলো সিলেট’র মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ৮, ২০২০
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে তারুণ্যের আলো সিলেট’র মানববন্ধন

একুশে নিউজ:: সিলেট-নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও নারী নিপিড়নের প্রতিবাদে ও ধর্ষকদের উপযুক্ত শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাদ আসর সিলেট কালেক্টর জামে মসজিদের সামনে তারুণ্যের আলো সিলেটের উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিযোগীতা চলছে। এসবের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। অপরাধী যে দলেরই হোক তাকে কঠিন শাস্তি দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। তাতেই অপরাধ কমে আসবে।

 

সংগঠনের সহ-সভাপতি মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক হাফিজ শরিফ উদ্দীনের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন নবগঞ্জী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ফয়জুল হক জালালাবাদী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা রফিক আহমদ মহল­ী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা ইমরান হোসাইন, মুফতী সিরাজুল ইসলাম, মাওলানা কায়সান মাহমুদ আকবরী, মাওলানা মাহদী হাসান মিনহাজ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, তারুণ্যের আলো সিলেটের সহ-সভাপতি হাফিজ আল আমিন রাফি, সহ-সভাপতি মাওলানা ইমরান আহমদ, সহ-সভাপতি জাকারিয়া আনসারী, রফিক আহমদ, মাওলানা জালাল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস, সহ প্রচার সম্পাদক সালমান আহমদ, নাঈম আহম সুলাইমান, স্কুল কলেজ বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, সুলতান আহমদ, মামুন আহমদ প্রমুখ।

 

পরিশেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী।