• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

অ্যাটর্নি জেনারেল এ.এম আমিন উদ্দিনকে আব্দুল হাই আল হাদীর শুভেচ্ছা

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
অ্যাটর্নি জেনারেল এ.এম আমিন উদ্দিনকে আব্দুল হাই আল হাদীর শুভেচ্ছা

একুশে নিউজ:: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হওয়ায় নিজ জন্মভূমি কুলাউড়াবাসীর পক্ষ থেকে এএম আমিন উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া উপজেলার নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আব্দুল হাই আল হাদী।

আজ শুক্রবার (৯ অক্টোবর) এক বার্তায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।