• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

অ্যাটর্নি জেনারেল এ.এম আমিন উদ্দিনকে আব্দুল হাই আল হাদীর শুভেচ্ছা

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০২০
অ্যাটর্নি জেনারেল এ.এম আমিন উদ্দিনকে আব্দুল হাই আল হাদীর শুভেচ্ছা

একুশে নিউজ:: রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তথা বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার কৃতি সন্তান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হওয়ায় নিজ জন্মভূমি কুলাউড়াবাসীর পক্ষ থেকে এএম আমিন উদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সাংগঠনিক সম্পাদক ও কুলাউড়া উপজেলার নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি আব্দুল হাই আল হাদী।

আজ শুক্রবার (৯ অক্টোবর) এক বার্তায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মৃত্যুবরণ করেন। এরপর এই পদে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।