• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নারায়ণগঞ্জে ১ যুবক গ্রেফতার

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২০
প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় নারায়ণগঞ্জে ১ যুবক গ্রেফতার

একুশে নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় বক্তাবলী থেকে ইমতিয়াজ হাসান ইমু (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) রাতে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের গোপালনগর থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমতিয়াজ হাসান ইমু ওই এলাকার আজহার মিয়া সরদারের ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিনারুল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ইমু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে পোস্ট দেয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।