নিজস্ব প্রতিবেদক :: সিলেটে নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
এ ঘটনায় রোববার দিবাগত রাত ২টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি থানায় মামলা দায়ের করছেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।
মামলাটি রুজু করেছেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রায়হানের মামাতো ভাই আব্দুর রহমান।
উল্লেখ্য-গতকাল রোববার (১১ অক্টোবর) সকালে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান আহমদ (৩৪) মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করলেও পরিবারে পক্ষ থেকে বলা হয়ে গণপিটুনিতে নয় পুলিশের নির্যাতনে রায়হান মারা গেছে। এই অভিযোগ উঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
জানা যায়,নিহত রায়হান আহমদ (৩৪) সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি এক সন্তানের জনক।