• ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রায়হান হত্যাকান্ড : আকবরসহ ৪ পুলিশ বরখাস্ত, ৩জন প্রত্যাহার

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২০
রায়হান হত্যাকান্ড : আকবরসহ ৪ পুলিশ বরখাস্ত, ৩জন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: আলোচিত রায়হান হত্যাকান্ডের ঘটনায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার।

এর আগে রোববার (১১ অক্টোবর) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এ প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদি হয়ে সোমবার সিলেট কতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ।

তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে।