• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

এমসি কলেজে ধর্ষণ: ধর্ষক সাইফুরসহ ৪ আসামীর ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
এমসি কলেজে ধর্ষণ: ধর্ষক সাইফুরসহ ৪ আসামীর ছাত্রত্ব ও সার্টিফিকেট বাতিল

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সাইফুরসহ ৪ ধর্ষকের ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পাশাপাশি তাদের স্থায়ীভাবে এমসি কলেজ থেকে বহিষ্কারও করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন, বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ছাত্র সাইফুর রহমান (২৮) রেজিঃ নং ২৯৪৯৪১৩, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইংরেজি মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫) রেজিঃ নং- ১৬৩১১০২৩১৪২, বিএসএস ডিগ্রি পাস কোর্সের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী রবিউল ইসলাম (২৫) রেজিঃ নং- ১৩১০২০৫১২৪৮ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মাস্টার্স ফাইনাল বর্ষের নিয়মিত শিক্ষার্থী মাহফুজুর রহমান (২৫) রেজি নং ১৭৩১১০২৪৪৮৪।

মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া বলে জানিয়েছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ।

এই চারজনই ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।