একুশে নিউজ ডেস্ক: সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির আয়োজনে সম্মিলিত মানবাধিকার কর্মী ও সর্বস্তরের জনগণকে নিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এক মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
‘সারাদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির শাহ আলম তালুকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মো. খালেদ শাহরিয়ার মুমিত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজীব চৌধুরী, এবিএম ইফতেখার, ডা. আশিকুর রহমান, এএইচ জয়, মো. তুয়েল খান, সমীর আহমদ, মানবাধিকার নেত্রী নাজমা খান নাজু, আহলাল চৌধুরী মারুফ, শেখ মো. সুমন, কাদির আহমদ, কবি এসপি সেবু, আফজাল হোসেন, কবি এইচএম ফারুক আহমদ, মুফতি সাদি আহমেদ ইয়ামেনী, মো. আতাউর রহমান, রাজ দাস সুমন প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302