• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট নাগরিকবৃন্দের বিক্ষোভ: রায়হান হত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার দাবি

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
সিলেট নাগরিকবৃন্দের বিক্ষোভ: রায়হান হত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার দাবি

একুশে নিউজ ডেস্ক:: সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে বর্বরোচিত নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে এবং হত্যায় জাড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে নাগরিকবৃন্দের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিলেট কোর্ট পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল­াহ শহিদুল ইসলাম।

বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিহত রায়হানের ভাই রাব্বি আহমেদ তানভীর, গণফোরাম জেলা সভাপতি আনসার খান, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিলেট জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক সেলিম, বাসদ মার্কসবাদী পাটচক্র ফোরাম জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, ঐক্য ন্যাপ জেলা সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল, ওয়ার্কার পার্টি (মার্কসবাদী) সিলেট জেলার সাধারণ সম্পাদক হরিধন দাস, সিপিবি সিলেট জেলার নেতা সাথী রহমান, উদীচী জেলা সভাপতি এনায়াতের রহমান মানিক প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, যে পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা দেওয়ার কথা তারাই নির্মম ভাবে পিঠিয়ে বর্বরোচিত ভাবে রায়হানকে হত্যা করেছে। এটি কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা- অবিলম্বে রায়হান হত্যার সাথে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক আশ্রয় দানের কারণে মুক্তিযুদ্ধের বাংলাদেশে আজ ভয়ানক অবস্থা বিরাজ করছে। বক্তারা বলেন, রায়হান হত্যার হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।