• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বন্দর ফাঁড়িতে পিবিআই তদন্ত দল

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০
বন্দর ফাঁড়িতে পিবিআই তদন্ত দল

নিজস্ব প্রতিবেদক:: বন্দর ফাঁড়িতে পুলিশের নির্যাতনে মারা যাওয়া আখালিয়ার রায়হাননের মামলার তদন্ত করতে ফাঁড়িতে আসছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তারা বন্দর ফাঁড়িতে আসেন। তদন্তের সীমানা নির্ধারণ করে ফিতা টেনে ভেতরে তদন্ত শুরু করে পিবিআই টিম।

পিবিআই সিলেটের পুলিশ সুপার খালেদুজ্জামানের নেতৃত্বে তদন্ত দল বন্দরবাজার ফাঁড়ি পরিদর্শন করে ঘটনার কোন আলামত পাওয়া যায় কি-না তা খুঁজে দেখেছেন।

এসময় পিবিআই কর্মকর্তাদের মধ্যে ছিলেন পুলিশ সুপার মো. খালেদুজ্জামান, তদন্ত কর্মকর্তা পরিদর্শক মহিদুল ইসলাম ও পরিদর্শক জাহাঙ্গীর হোসেন।

এর আগে গত মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশ থেকে মামলাটি আনুষ্ঠানিকভাবে পিবিআইতে হস্তান্তর করা হয়।